ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

৫ টাকায় দিনভর গোসল

ছবি : সংগৃহীত

৫টাকায়গোসল।তাওআবার২০০বছরেরপুরোনোপুকুরে!

একটিকিটেইদিনভরচরমউদ্দীপনায়চলেডুবোসাঁতার,সঙ্গেজলকেলি।এমনএকটিপুকুরআছেপুরানঢাকারআহসানমঞ্জিলসংলগ্নএলাকায়।নবাবীআমলেরএইজলাশয়গোলতালাবপুকুরনামেপরিচিত।স্থানীয়রাডাকেননবাববাড়িরপুকুর।

 

রোববার দুপুরে সরেজমিনে এই পুকুরের কাছে গিয়ে দেখা যায়, প্রখররোদেপুড়ছেচারপাশ।কাঠফাঁটারোদেযখনজনজীবনদুর্বিষহতখনএইপুকুরদিচ্ছেসামান্যস্বস্তি।গোলতালাবেরচারপাশেরআম, কাঁঠাল, নারিকেলসহনানাফলওঔষধিগাছেঘেরা, যারফলেপ্রচণ্ডতাপপ্রবাহেরমাঝেওএরপানিথাকেঠান্ডা।

 

প্রচণ্ডতাপদাহেস্বস্তিপেতেদূরদূরান্তদেখেগোসলেরজন্যআসছেঅসংখ্যমানুষ।শিশু-কিশোরথেকেশুরুকরেসববয়সেরমানুষেরাদাপিয়েবেড়াচ্ছেগোলতালাব।এইপুকুরশহরেরকর্মব্যস্ত মানুষকে দিচ্ছে গ্রামেরসুনিবিড়শীতলছোঁয়া।মনেকরিয়েদিচ্ছেদুষ্টুমিষ্টিতেভরাছেলেবেলাকে।

 

শতবছরপরেওএইপুকুরএখনোপরিষ্কার-পরিচ্ছন্ন।প্রতিদিনশতশতমানুষগোসলকরারপরওএরপানিটলটলেস্বচ্ছ।এরপেছনেররহস্য, ৫টাকায়পুকুরেগোসলকরতেপারলেওব্যবহারকরাযায়নাসাবান-শ্যাম্পু।কাচতেপারে নাকাপড়।প্রয়োজনহলেপাশেইরয়েছেআলাদাগোসলখানাওপোশাকপরিবর্তনেরজায়গা।পুকুরেনামায়নিষেধাজ্ঞারয়েছেসাঁতারনাজানালোকদের।

 

নবাববাড়িট্যাংককমিটিরসদস্য রেহানুলহকরেহানজানান,সকাল৭টাথেকেরাত১২টাপর্যন্তখোলাথাকেপুকুরেরগেট।যেকেউচাইলেইএখানেগোসলসেরেনিতেপারেন।

 

রেহানুলহক অভিযোগ করেন, তবেশতবছরেরএইঐতিহ্যেরদিকেনজরপড়েছেকিছুদখলদারদের।জালদলিলতৈরিকরেএকাধিকবারচেষ্টাহয়দখলের।

 

নবাব বাড়ির পুকুরের ইতিহাস সম্পর্কে জানা যায়, পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় কুমার সম্প্রদায়ের লোক, মাটি দিয়ে তৈরি করেন বিভিন্ন সামগ্রী। তাদের প্রয়োজনে এ স্থান থেকে মাটি নেওয়া হতো। মাটি কাটতে কাটতে এক পর্যায়ে সৃষ্টি হয় ছোট আকারের গর্তের।

 

এগর্তপরবর্তীসময়েরূপনেয়জলাশয়ে।তখনজমিদারমোগলশেখএনায়েতউল্লাহএটিকেজলাশয়হিসেবেব্যবহারকরতেন।পরে১৮৩০সালেনবাবখাজাআলিমউল্লাহজলাশয়টিকিনেনেন।এরপর৮বিঘাজমিরমধ্যেজলাশয়টিসংস্কারকরেবানানোহয়পুকুর।

 

পাঁচ টাকায় শুধু গোসলই নয়, কর্মব্যস্ত জীবনে এ পুকুর দিচ্ছে শীতল প্রশান্তি। এখন আর নবাবরা না থাকলেও মাত্র ৫ টাকায় স্বচ্ছ পানির এই পুকুরে যে কেউ এসেই ব্যবহার করতে পারছে অনায়াসে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৫ টাকায় দিনভর গোসল

আপলোড সময় : ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

৫টাকায়গোসল।তাওআবার২০০বছরেরপুরোনোপুকুরে!

একটিকিটেইদিনভরচরমউদ্দীপনায়চলেডুবোসাঁতার,সঙ্গেজলকেলি।এমনএকটিপুকুরআছেপুরানঢাকারআহসানমঞ্জিলসংলগ্নএলাকায়।নবাবীআমলেরএইজলাশয়গোলতালাবপুকুরনামেপরিচিত।স্থানীয়রাডাকেননবাববাড়িরপুকুর।

 

রোববার দুপুরে সরেজমিনে এই পুকুরের কাছে গিয়ে দেখা যায়, প্রখররোদেপুড়ছেচারপাশ।কাঠফাঁটারোদেযখনজনজীবনদুর্বিষহতখনএইপুকুরদিচ্ছেসামান্যস্বস্তি।গোলতালাবেরচারপাশেরআম, কাঁঠাল, নারিকেলসহনানাফলওঔষধিগাছেঘেরা, যারফলেপ্রচণ্ডতাপপ্রবাহেরমাঝেওএরপানিথাকেঠান্ডা।

 

প্রচণ্ডতাপদাহেস্বস্তিপেতেদূরদূরান্তদেখেগোসলেরজন্যআসছেঅসংখ্যমানুষ।শিশু-কিশোরথেকেশুরুকরেসববয়সেরমানুষেরাদাপিয়েবেড়াচ্ছেগোলতালাব।এইপুকুরশহরেরকর্মব্যস্ত মানুষকে দিচ্ছে গ্রামেরসুনিবিড়শীতলছোঁয়া।মনেকরিয়েদিচ্ছেদুষ্টুমিষ্টিতেভরাছেলেবেলাকে।

 

শতবছরপরেওএইপুকুরএখনোপরিষ্কার-পরিচ্ছন্ন।প্রতিদিনশতশতমানুষগোসলকরারপরওএরপানিটলটলেস্বচ্ছ।এরপেছনেররহস্য, ৫টাকায়পুকুরেগোসলকরতেপারলেওব্যবহারকরাযায়নাসাবান-শ্যাম্পু।কাচতেপারে নাকাপড়।প্রয়োজনহলেপাশেইরয়েছেআলাদাগোসলখানাওপোশাকপরিবর্তনেরজায়গা।পুকুরেনামায়নিষেধাজ্ঞারয়েছেসাঁতারনাজানালোকদের।

 

নবাববাড়িট্যাংককমিটিরসদস্য রেহানুলহকরেহানজানান,সকাল৭টাথেকেরাত১২টাপর্যন্তখোলাথাকেপুকুরেরগেট।যেকেউচাইলেইএখানেগোসলসেরেনিতেপারেন।

 

রেহানুলহক অভিযোগ করেন, তবেশতবছরেরএইঐতিহ্যেরদিকেনজরপড়েছেকিছুদখলদারদের।জালদলিলতৈরিকরেএকাধিকবারচেষ্টাহয়দখলের।

 

নবাব বাড়ির পুকুরের ইতিহাস সম্পর্কে জানা যায়, পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় কুমার সম্প্রদায়ের লোক, মাটি দিয়ে তৈরি করেন বিভিন্ন সামগ্রী। তাদের প্রয়োজনে এ স্থান থেকে মাটি নেওয়া হতো। মাটি কাটতে কাটতে এক পর্যায়ে সৃষ্টি হয় ছোট আকারের গর্তের।

 

এগর্তপরবর্তীসময়েরূপনেয়জলাশয়ে।তখনজমিদারমোগলশেখএনায়েতউল্লাহএটিকেজলাশয়হিসেবেব্যবহারকরতেন।পরে১৮৩০সালেনবাবখাজাআলিমউল্লাহজলাশয়টিকিনেনেন।এরপর৮বিঘাজমিরমধ্যেজলাশয়টিসংস্কারকরেবানানোহয়পুকুর।

 

পাঁচ টাকায় শুধু গোসলই নয়, কর্মব্যস্ত জীবনে এ পুকুর দিচ্ছে শীতল প্রশান্তি। এখন আর নবাবরা না থাকলেও মাত্র ৫ টাকায় স্বচ্ছ পানির এই পুকুরে যে কেউ এসেই ব্যবহার করতে পারছে অনায়াসে।