1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বিরল প্রজাতির শকুন উদ্ধার

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ , ৫.২৫ অপরাহ্ণ
  • ১৭৯ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম থেকে শকুনটি নিয়ে যায় বনবিভাগ।

স্থানীয়রা জানান, দুপুরে বিরল প্রজাতির একটি শকুন উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। স্থানীয় শামীম মিয়া ও রাঙ্গা মিয়া নামের দুই কৃষক শকুনটিকে ধরে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে শকুনটি উদ্ধার করেন স্থানীয় বন বিভাগের কর্মীরা।

পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) কোষাধ্যক্ষ শেখ ফরিদ জানান, এটি একটি হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন। ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। তার পরিচর্যা চলছে।

গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শফিকুল ইসলাম মন্ডল গণমাধ্যমকে বলেন, একটি শকুন উদ্ধার হয়েছে। শকুনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।