গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম থেকে শকুনটি নিয়ে যায় বনবিভাগ।
স্থানীয়রা জানান, দুপুরে বিরল প্রজাতির একটি শকুন উড়তে না পেরে মাটিতে পড়ে যায়। স্থানীয় শামীম মিয়া ও রাঙ্গা মিয়া নামের দুই কৃষক শকুনটিকে ধরে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে শকুনটি উদ্ধার করেন স্থানীয় বন বিভাগের কর্মীরা।
পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) কোষাধ্যক্ষ শেখ ফরিদ জানান, এটি একটি হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন। ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। তার পরিচর্যা চলছে।
গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শফিকুল ইসলাম মন্ডল গণমাধ্যমকে বলেন, একটি শকুন উদ্ধার হয়েছে। শকুনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম