1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

অবকাশ শেষে খুলল সুপ্রিম কোর্ট

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ , ১২.১৩ অপরাহ্ণ
  • ১৪২ বার পড়া হয়েছে
ফাইল ছবি

অবকাশ শেষে দুই সপ্তাহ পর আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। গত ১৯ ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে।

সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কার্যক্রম শুরু করে। আর হাইকোর্ট বিভাগ কার্যক্রম শুরু করে সকাল সাড়ে দশটায়।

এর আগে, গত ১৯ ডিসেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কয়েকটি কোর্ট এবং চেম্বার আদালত খোলা ছিল। তবে আপিল বিভাগ বন্ধ ছিল।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চার বারের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মরণে আজ অর্ধবেলা বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম। আপিল বিভাগ বেলা ১১টার পর এবং হাইকোর্ট বিভাগ দুপুর ১টার পর কার্যক্রম শুরু করবে।

 

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।