অবকাশ শেষে দুই সপ্তাহ পর আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। গত ১৯ ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে।
সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কার্যক্রম শুরু করে। আর হাইকোর্ট বিভাগ কার্যক্রম শুরু করে সকাল সাড়ে দশটায়।
এর আগে, গত ১৯ ডিসেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কয়েকটি কোর্ট এবং চেম্বার আদালত খোলা ছিল। তবে আপিল বিভাগ বন্ধ ছিল।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চার বারের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মরণে আজ অর্ধবেলা বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম। আপিল বিভাগ বেলা ১১টার পর এবং হাইকোর্ট বিভাগ দুপুর ১টার পর কার্যক্রম শুরু করবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম