ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
ত্রৈমাসিক চলনবিলের সময় পত্রিকার প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া  জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোয়ব রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মাসুদ রানা, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে মো. আনিছুর রহমান, এতিমখানার পক্ষে মাওলানা জাইদুল ইসলাম এবং সুফলভোগীদের পক্ষে সঞ্জয় কুমার।
বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারের ভূমিকা তুলে ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ের সরকারি সুফলভোগী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, এতিমখানার প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

আপলোড সময় : ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোয়ব রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মাসুদ রানা, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে মো. আনিছুর রহমান, এতিমখানার পক্ষে মাওলানা জাইদুল ইসলাম এবং সুফলভোগীদের পক্ষে সঞ্জয় কুমার।
বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারের ভূমিকা তুলে ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ের সরকারি সুফলভোগী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, এতিমখানার প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।