“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোয়ব রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মাসুদ রানা, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে মো. আনিছুর রহমান, এতিমখানার পক্ষে মাওলানা জাইদুল ইসলাম এবং সুফলভোগীদের পক্ষে সঞ্জয় কুমার।
বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারের ভূমিকা তুলে ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ের সরকারি সুফলভোগী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, এতিমখানার প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
প্রধান কার্যালয়ঃ শরিফ সুপারমার্কেট হান্ডিয়াল,চাটমোহর, পাবনা।
ঢাকা অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
@2025l হান্ডিয়াল নিউজ২৪ ডটকম