ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

৩৩ বছর পর জাবিতে হবে ছাত্র সংসদ নির্বাচন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। সেখানে নির্বাচনের তারিখ না থাকলেও তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উপাচার্য কামরুল আহসান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। ঘোষণা অনুসারে, নির্বাচনের তফসিল আগামী ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ইতোমধ্যে গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জাকসু নির্বাচন মাত্র নয়বার অনুষ্ঠিত হয়েছে এবং প্ল্যাটফর্মটি প্রায় ৩৩ বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসুর নির্বাচন হয়েছিল।

এ সময় অধ্যাপক কামরুল আহসান জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানান। তিনি বলেন, আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ লাখ টাকা প্রদান করেছেন।

 

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি জাবিতে শিক্ষাগত অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যদি ইচ্ছা করে, তাহলে তাদের পরিকল্পনা অনুসারে জাবি নির্বাচন করতে পারে।

 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ও অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রবসহ আরও অনেকে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩৩ বছর পর জাবিতে হবে ছাত্র সংসদ নির্বাচন

আপলোড সময় : ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। সেখানে নির্বাচনের তারিখ না থাকলেও তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উপাচার্য কামরুল আহসান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। ঘোষণা অনুসারে, নির্বাচনের তফসিল আগামী ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ইতোমধ্যে গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জাকসু নির্বাচন মাত্র নয়বার অনুষ্ঠিত হয়েছে এবং প্ল্যাটফর্মটি প্রায় ৩৩ বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসুর নির্বাচন হয়েছিল।

এ সময় অধ্যাপক কামরুল আহসান জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানান। তিনি বলেন, আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ লাখ টাকা প্রদান করেছেন।

 

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি জাবিতে শিক্ষাগত অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যদি ইচ্ছা করে, তাহলে তাদের পরিকল্পনা অনুসারে জাবি নির্বাচন করতে পারে।

 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ও অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রবসহ আরও অনেকে।