সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বিএনপি কর্মী আব্দুল বারী শেখ হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু, মো. নুরনবী, নজরুল ইসলাম, মো. আ. মোমিন, গোলাম মোস্তফা, মো. মোকাদ্দেস, গোলাম রব্বানী, মজনু মিয়া, নুরুল মুন্সী, সাজেরুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল হালিম, ফাহাদ, আবুল হাশেম, আবু তালহা, আব্দুল মান্নান, কামাল পারভেজ। আসামিদের সবার বাড়ি জেলার বহুলীতে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে বিএনপি কর্মী বারী শেখের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল একারণে আসামীরা বিভিন্ন সময় মারপিট ও হত্যার হুমকি দেয়। এ অবস্থায় গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি কর্মী বারী শেখ বাড়ী থেকে বের হয়ে বহুলী বাজারে যাওয়ার পথে আসামিরা লাঠি, রামদা, দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু হুকুম দেয় আব্দুল বারীর জীবন শেষ করে দে। এই হুকুম দেওয়ার পর আসামিরা পিটিয়ে ও কুপিয়ে বারী শেখকে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।