1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরে ৪০ গ্রামে রোজা শুরু বৃহস্পতিবার

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩ , ৬.৫৯ অপরাহ্ণ
  • ৬৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪০ গ্রামে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

বুধবার (২২ মার্চ) দিনগত রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার তারা প্রথম রোজা রাখবেন।

শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবারের পির খাজা শাহ সুফি নূরে আক্তার হোসাইনের ছেলে শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারী মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার প্রায় এক কোটি ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার রোজা রাখবেন।

শরীয়তপুরের সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহাও সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!