1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

সেন্ট মার্টিনে ২০ শয্যা হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ , ১১.৫৮ পূর্বাহ্ণ
  • ১৪৪ বার পড়া হয়েছে

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চালু করা হয়েছে টেলি মেডিসিন সেন্টার।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দ্বীপের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি চালু করা হয়। এ দ্বীপের ১০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এ হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তাদের মতে, দ্বীপ অঞ্চলটি এখন স্বাস্থ্যসেবাই এগিয়ে থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সেন্ট মার্টিন দ্বীপ দুর্গম এলাকা। এখানকার মানুষের সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন চালু করা হয়েছে। দ্বীপে শিগগিরই কুতুবদিয়ার মতো সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

সেন্ট মার্টিন বিএন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি বলেন, চালু করেই যেন দায়িত্ব শেষ না করে কর্তৃপক্ষের। আমরা চাই, সারা বছর টেলি মেডিসিন সেবা চালু থাকুক।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।