1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

যশোরের শার্শা সীমান্তে ভারতে পাচারের সময় ৬৩টি স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ৭ কেজি ৩৩৬ গ্রাম। যার বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

আব্দুর রাজ্জাক বেনাপোল পোর্ট থানা এলাকার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমান (পিএসসি) বলেন, শার্শার অগ্রভুলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে, এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৬৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক চোরাকারবারির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
Theme Customized BY — Sikder IT