1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

তাড়াশ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুল গাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) ও নাটোর জেলা সদরের চাঁদপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে সিয়াম আহমেদ (১৯)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, নিহতদের মধ্যে দুইজন নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের ছাত্র ও একজন এসএসসি পরিক্ষার্থী ছিল। বেলকুচি থেকে তারা মোটরসাইকেলে নাটোর যাওয়ার পথে সোমবার সকাল পৌনে ৭টার দিকে পিছন থেকে অজ্ঞাত একটি যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
Theme Customized BY — Sikder IT