1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম মারা গেছেন

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

দিনাজপুরের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা রেজিনা ইসলাম (৭০) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিচার্স সেন্টারে মারা যান তিনি। তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

 

সকালে রেজিনা ইসলামের জামাতা আবদুল মতিন জানান, বেশ কিছুদিন ধরে ঢাকায় বড় মেয়ের বাসায় ছিলেন রেজিনা ইসলাম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে মেয়েসহ ঢাকা থেকে বাসে করে দিনাজপুরে আসছিলেন। গোবিন্দগঞ্জ পার হওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৬টায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসাপাতাল অ্যান্ড রিচার্স সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।

 

রেজিনা ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি দিনাজপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

 

তিনি দিনাজপুর শহরের শাখারিপট্টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেন। পরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর সংরক্ষিত আসন (৪১) থেকে সংসদ সদস্য মনোনীত হন। রেজিনা ইসলামের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
Theme Customized BY — Sikder IT