ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

সাংবাদিককে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি

‎অবশেষে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (০৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এ আদেশ দেওয়া হয়। সম্প্রতি সাতক্ষীরার তালায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। এ ঘটনার পরই তাকে নতুন করে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদায়নের পর তিনি সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১১ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান কালের কণ্ঠের তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে এমন প্রশ্ন করে তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।

এ ঘটনায় ফুসে ওঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটামের মুখে গত ২৪ এপ্রিল বিকেল ৩টা ৪৫ মিনিটে সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান সাংবাদিক রোকনুজ্জামান টিপু।

ঘটনার পর প্রশাসনের পৃষ্ঠপোষকতায় তালা উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ব্যানার এবং উপজেলার বিভিন্ন শ্রেণিপেশা ও রাজনৈতিক দলকে দিয়ে উপজেলা পরিষদের সামনে ইউএনওর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।

পরে গত ‎‎২৯ এপ্রিল উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তালার মূল ধারার সাংবাদিকরা সে সভাও বয়কট করেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাংবাদিককে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি

আপলোড সময় : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

‎অবশেষে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (০৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে এ আদেশ দেওয়া হয়। সম্প্রতি সাতক্ষীরার তালায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। এ ঘটনার পরই তাকে নতুন করে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদায়নের পর তিনি সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১১ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান কালের কণ্ঠের তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে এমন প্রশ্ন করে তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।

এ ঘটনায় ফুসে ওঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটামের মুখে গত ২৪ এপ্রিল বিকেল ৩টা ৪৫ মিনিটে সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান সাংবাদিক রোকনুজ্জামান টিপু।

ঘটনার পর প্রশাসনের পৃষ্ঠপোষকতায় তালা উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ব্যানার এবং উপজেলার বিভিন্ন শ্রেণিপেশা ও রাজনৈতিক দলকে দিয়ে উপজেলা পরিষদের সামনে ইউএনওর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।

পরে গত ‎‎২৯ এপ্রিল উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তালার মূল ধারার সাংবাদিকরা সে সভাও বয়কট করেন।