ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

‘সঠিক মানুষ’ নিয়ে পরীমণির আক্ষেপ

স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।

রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডের সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। কলকাতায় ‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে অভিষেক হলো তার।

ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

পরীমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।

ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিতেও চেষ্টা করেন পরী।

পাঠকের জন্য পরীমণির পোস্টটি তুলে ধরা হলো-

আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-

১. আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।

২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।

৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।

ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।

 

এরপরই পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।

প্রসঙ্গত, নতুন বছর পরীমণি ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করছেন তিনি।

পাশাপাশি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। নতুন বছর ‘গোলাপ’ শিরোনামের ছবিতে নায়ক নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে।

 

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘সঠিক মানুষ’ নিয়ে পরীমণির আক্ষেপ

আপলোড সময় : ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।

রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডের সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। কলকাতায় ‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে অভিষেক হলো তার।

ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

পরীমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।

ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিতেও চেষ্টা করেন পরী।

পাঠকের জন্য পরীমণির পোস্টটি তুলে ধরা হলো-

আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-

১. আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।

২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।

৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।

ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।

 

এরপরই পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।

প্রসঙ্গত, নতুন বছর পরীমণি ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করছেন তিনি।

পাশাপাশি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। নতুন বছর ‘গোলাপ’ শিরোনামের ছবিতে নায়ক নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে।