1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

রাহুল গান্ধীর যাত্রায় বিজেপি সরকারের বাধার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ , ১১.৩০ অপরাহ্ণ
  • ৮৫ বার পড়া হয়েছে

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যাত্রা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। রাহুল ও তার যাত্রাকে মঙ্গলবার গুয়াহাটি শহরে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে ভারতজোড়ো যাত্রা নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু এবার লোকসভা ভোটের আগে নয়ায় যাত্রায় বেরিয়েছেন রাহুল গান্ধী। যাত্রা শুরু হয়েছে মণিপুর থেকে। এখন তা আসামে। কিন্তু আসামে রাহুলের যাত্রায় বারবার প্রশাসনের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ দাবি রাহুল গান্ধী নিজে ও তার দল কংগ্রেস।

সোমবার রাহুল নওগাঁওতে একটি মন্দিরে যেতে চান। কিন্তু তাকে সেই মন্দিরে যেতে দেয়া হয়নি। রাহুল তখন মাটিতে বসে অবস্থান বিক্ষোভ দেখান। সমর্থকরা রঘুপতি রাঘব গাইতে থাকেন। মঙ্গলবার তার গুয়াহাটিতে যাত্রা করার কথা ছিল। কিন্তু রাজ্য প্রশাসন জানিয়ে দেয়, গুয়াহাটির ভিতরে যাত্রা করা যাবে না। কারণ, মঙ্গলবার কাজের দিন। যাত্রা করা হলে শহরের ভিতরে প্রবল যানজট হবে। তাই যাত্রা করতে দেওয়া হবে না।

 

জাতীয় সড়ক দিয়ে যাত্রা লোয়ার আসামের দিকে নিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে পাঁচ হাজার কংগ্রেস কর্মী-সমর্থক নিয়ে রাহুলের ন্যায় যাত্রা গুয়াহাটি শহরের ভিতরে ঢুকতে চায়। কিন্তু পুলিশ বাধা দেয়। কংগ্রেস কর্মীরা ব্যারিকেড সরিয়ে দিয়েছিল। পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারা রাহুল গান্ধীর যাত্রাকে কিছুতেই শহরের ভিতরে প্রবেশ করতে দেয়নি।

 

রাহুল বলেছেন, কিছুদিন আগে বিজেপি সভাপতি জে পি নাড্ডা ও বজরং দল এই রাস্তা দিয়ে মিছিল করে গেছে। তখন তাদের আটকানো হয়নি। আমাদের আটকে দেওয়া হলো। আমরা ব্যারিকেড সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমরা আইন ভাঙিনি। তবে আমাদের দুর্বল ভাববেন না। কংগ্রেস কর্মীদের শক্তি যথেষ্ট।

রাহুল আরও বলেন, মেঘালয়ের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আমার মতবিনিময়ের অনুষ্ঠান ছিল। তার অনুমতি দেওয়া হয়নি। কর্তৃপক্ষ আমার সঙ্গে পড়ুয়াদের দেখা করতে দেয়নি। পড়ুয়ারা এখন আসাম-মেঘালয় সীমান্তে এসে আমার সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস কর্মীদের কাছে আমার আবেদন, বিজেপি-আরএসএসের থেকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা আসামে তাদের হারাবো।

 

আমি জানি, পুলিশ কর্মীদের বলা হয়েছে আমাকে ঢুকতে না দিতে। ওরা ডিউটি করছেন। কিন্তু ন্যায় হওয়া দরকার। আমরা আপনাদের সঙ্গে লড়তে আসিনি। আমরা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে লড়তে এসেছি।

 

কংগ্রেসের অভিযোগ, আসামে ঢোকার পর থেকে বারবার ন্যায় যাত্রায় বাধা দিচ্ছে রাজ্য সরকার।

 

হিমন্ত বলেছেন, কংগ্রেস কর্মীদের বলছি, আমি আপনাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে উসকানি দেয়ার জন্য পুলিশকে মামলা করতে বলেছি। আপনারা যে ভিডিও ফুটেজ দিয়েছেন, তাতেই উসকানি দেওয়ার প্রমাণ আছে।

 

তিনি বলেছেন, আসামের মানুষ শান্তিপূর্ণ। নকশালি কায়দায় ঝামেলা করার ঘটনা আসামের সংস্কৃতিতে নেই।

 

প্রতিদিনের দিল্লির ব্যুরো চিফ আশিস গুপ্ত জানিয়েছেন, রাহুলের যাত্রায় প্রচুর মানুষকে দেখা যাচ্ছে। বিশেষ করে প্রচুর সংখ্যায় নারীরা যোগ দিচ্ছেন। সেটা সম্ভবত হিমন্ত বিশ্বশর্মারা প্রত্যাশা করেননি। তাই এইভাবে যাত্রায় বাধা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।