ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত।

নেত্রকোণা-আটপাড়া সড়কের সদরে মোটরসাইকেল, লেগুনা ও লরি ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরের পঞ্চাননপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন মোটরসাইকেল আরোহী সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২৮) ও একই গ্রামের রতন ফকিরের ছেলে মো. শাহপরান।

 

স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, নেত্রকোণা সদর থেকে মোটরসাইকেলে চড়ে দুজন বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পঞ্চাননপুর এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা ও ঘটনাস্থলে থাকা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। ত্রিমুখী এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জাকির হোসেন এবং গুরুতর আহত হন শাহপরান। স্থানীয়রা আহত শাহপরানকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে শাহপরানের অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শাহপরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে লেগুনাটি জব্দ করেছে। নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

আপলোড সময় : ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

নেত্রকোণা-আটপাড়া সড়কের সদরে মোটরসাইকেল, লেগুনা ও লরি ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরের পঞ্চাননপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন মোটরসাইকেল আরোহী সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২৮) ও একই গ্রামের রতন ফকিরের ছেলে মো. শাহপরান।

 

স্থানীয়দের বরাতে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, নেত্রকোণা সদর থেকে মোটরসাইকেলে চড়ে দুজন বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পঞ্চাননপুর এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা ও ঘটনাস্থলে থাকা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। ত্রিমুখী এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জাকির হোসেন এবং গুরুতর আহত হন শাহপরান। স্থানীয়রা আহত শাহপরানকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে শাহপরানের অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শাহপরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে লেগুনাটি জব্দ করেছে। নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।