ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

মানিকগঞ্জে ১১ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষক নুরুল ইসলামের মরদেহ ১১ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালত ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মরদেহটি উত্তোলনের নির্দেশ দেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর পারিবারিক কবরস্থান থেকে নুরুল ইসলামের মরদেহ তোলা হয়।

কৃষক নুরুল ইসলামের মৃত্যু হয় গত বছরের ১৭ মার্চ। ওই সময় ঘটনাটি হত্যা দাবি করে আদালতে মামলা করেন তার পরিবার।

কৃষক নুরুল ইসলাম উপজেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তিনি চার কন্যা সন্তানের বাবা।

মরদেহ উত্তোলনের সময় সাটুরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মামুনুর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এস আই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় শ্যালক আরশেদ মিয়া বাদী হয়ে মৃত্যুর সপ্তাহখানেক পর আদালতে এ মামলা দায়ের করেছিলেন। মামলায় একই এলাকার ১০ জনকে আসামি করা হয়।

 

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানিকগঞ্জে ১১ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

আপলোড সময় : ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষক নুরুল ইসলামের মরদেহ ১১ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালত ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য মরদেহটি উত্তোলনের নির্দেশ দেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর পারিবারিক কবরস্থান থেকে নুরুল ইসলামের মরদেহ তোলা হয়।

কৃষক নুরুল ইসলামের মৃত্যু হয় গত বছরের ১৭ মার্চ। ওই সময় ঘটনাটি হত্যা দাবি করে আদালতে মামলা করেন তার পরিবার।

কৃষক নুরুল ইসলাম উপজেলার তিল্লি ইউনিয়নের চরতিল্লি গ্রামের মৃত সামসুল হকের ছেলে। তিনি চার কন্যা সন্তানের বাবা।

মরদেহ উত্তোলনের সময় সাটুরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মামুনুর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এস আই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় শ্যালক আরশেদ মিয়া বাদী হয়ে মৃত্যুর সপ্তাহখানেক পর আদালতে এ মামলা দায়ের করেছিলেন। মামলায় একই এলাকার ১০ জনকে আসামি করা হয়।