জেলার সদর উপজেলার দেবরাজ গ্রাম থেকে প্রায় ১৯ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এটি কষ্টিপাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় ইয়াকুব আলী শেখের ঘর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইয়াকুব শেখ তার বাড়ির পাশে নতুন একটি বাড়ি নির্মাণের উদ্দেশ্যে খনন করছিলেন।
এসময় মূর্তি সাদৃশ্য পর পর তিনটি পাথর উঠে আসে। পরে পুলিশকে খবর দিলে তারা মূর্তির অংশগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।
সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, আমরা সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তির তিনটি টুকরো উদ্ধার করে নিয়ে এসেছি। দেখে মনে হচ্ছে কষ্টিপাথরের মূর্তি হবে। তবে এগুলো আসলেই কষ্টিপাথর কিনা তা প্রত্নতাত্বিক অধিদপ্তর নিশ্চিত করতে পারবে।