ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের দীঘিরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয় এসব গাঁজা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদককারবারীরা। এ ঘটনায় পাচারে জড়িত তিন মাদককারবারীকে আসামি করে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের দীঘিরপাড় ও খুড়াইসার এলাকা দিয়ে ভারত থেকে আনা গাঁজার বড় চালান পাচার হওয়ার গোপন সংবাদে অবস্থান নেয় কসবা থানার উপপরিদর্শক ফারুক হোসেন ও মাসুদ আহমেদসহ পুলিশের একটি দল। পরে বৃহস্পতিবার ভোরের দিকে পাচারের অবস্থান নিশ্চিত করে পুলিশ দেখতে পায় মাথায় করে তিন মাদককারবারী বস্তা-ভর্তি গাঁজা নিয়ে যাচ্ছে।
এ সময় পুলিশ ধাওয়া দিলে গাঁজা ফেলে দৌড়ে পালিয়ে তিন মাদককারবারী। পরে ফেলে যাওয়া গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গাঁজা নির্মূলে কাজ করছে কসবা থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরের দিকে পাচারের সময় এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের পরিচয় পাওয়া গেছে। তারা এলাকার চিহ্নিত মাদককারবারী এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।