ঢাকা , শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

ভুয়া র‌্যাব গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট থেকে র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ইমান আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার দুপুরে (২০ ফেব্রুয়ারি) র‌্যাব-৯-এর হবিগঞ্জ সিপিসি-১-এর একটি দল চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকার পুরাতন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামন থেকে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ইমান আলী চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। সিপিসি-১-এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামে গত ২৯ জানুয়ারি লিটন পালের বাড়িতে অভিযুক্ত ইমান আলী শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাব পরিচয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। ইমান আলী লিটন পালকে বলেন, তার ছোট ভাই মিঠুন পাল একজন ইসলাম ধর্মের মহিলাকে বিয়ে করেছেন। এ জন্য লিটন পালের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরের দিন লিটন পালের ছোট ভাই মিঠুন পালের বৌভাত অনুষ্ঠান ছিল। সেই ভয়ে টাকা দিতে সম্মন হন লিটন। গত ১ ফেব্রুয়ারি ইমান আলী র‌্যাব পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যেমে আবার টাকার জন্য লিটন পালকে ভয় দেখিয়ে হবিগঞ্জ আদালতের সামনে টাকা নিয়ে যেতে বলেন।

ইমান আলীর কথামতো লিটন পাল তাকে এক লাখ টাকা দেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সোমবার চুনারুঘাট থানায় মামলা দায়ের ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। র‌্যাব অভিযান চালিয়ে ইমান আলীকে গ্রেপ্তার করে।

লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বলেন, গ্রেপ্তার ভুয়া র‌্যাব ইমান আলীকে আইনি প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভুয়া র‌্যাব গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট থেকে র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ইমান আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার দুপুরে (২০ ফেব্রুয়ারি) র‌্যাব-৯-এর হবিগঞ্জ সিপিসি-১-এর একটি দল চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকার পুরাতন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামন থেকে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ইমান আলী চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। সিপিসি-১-এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামে গত ২৯ জানুয়ারি লিটন পালের বাড়িতে অভিযুক্ত ইমান আলী শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাব পরিচয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। ইমান আলী লিটন পালকে বলেন, তার ছোট ভাই মিঠুন পাল একজন ইসলাম ধর্মের মহিলাকে বিয়ে করেছেন। এ জন্য লিটন পালের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরের দিন লিটন পালের ছোট ভাই মিঠুন পালের বৌভাত অনুষ্ঠান ছিল। সেই ভয়ে টাকা দিতে সম্মন হন লিটন। গত ১ ফেব্রুয়ারি ইমান আলী র‌্যাব পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যেমে আবার টাকার জন্য লিটন পালকে ভয় দেখিয়ে হবিগঞ্জ আদালতের সামনে টাকা নিয়ে যেতে বলেন।

ইমান আলীর কথামতো লিটন পাল তাকে এক লাখ টাকা দেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সোমবার চুনারুঘাট থানায় মামলা দায়ের ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। র‌্যাব অভিযান চালিয়ে ইমান আলীকে গ্রেপ্তার করে।

লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বলেন, গ্রেপ্তার ভুয়া র‌্যাব ইমান আলীকে আইনি প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।