1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন

ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২.৪২ অপরাহ্ণ
  • ৫৩ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার ওই গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ওই গ্রামের মওলানা মোজ্জামেল হকের ছেলে আব্দুল মোমিন (২৮)। তিনি ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল জানান, মোমিন মঙ্গলবার দুপুরে খবর পেয়ে মোমিনের মরদেহ ঝুলন্ত অবস্থায় তার শয়ন ঘর থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!