1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ অপরাহ্ন

প্রেম থেকে শারীরিক সম্পর্ক, প্রেমিকাকে দেখে পালাল হৃদয়

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২ , ৫.৫৩ অপরাহ্ণ
  • ৪৭ বার পড়া হয়েছে
প্রতীকি ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। এ সময় প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক হৃদয় (২২)।

রোববার (২০ নভেম্বর) পৌরসভা মসিন্দা গ্রামে ওই তরুণী অনশন করেন।

অভিযুক্ত প্রেমিক কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে হৃদয় হোসেন।

ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দুই বছর আগে হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে আমাদের প্রেমের সম্পর্ক রূপ নেয় শারীরিক সম্পর্কে। কয়েক দিন আগে হৃদয়কে বিয়ের জন্য চাপ দিই। কিন্তু হৃদয় বিয়েতে রাজি না হয়ে, নানা টালবাহানা শুরু করে। পরে যোগাযোগ বন্ধ করে দেয়। এ কারণে রোববার দুপুর থেকে হৃদয়ের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করি।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে ভুক্তভোগী তরুণী বিয়ের দাবিতে হৃদয় হোসেনের বাড়িতে অবস্থান করেন। পরে বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ির গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে গেটের সামনেই অনশন চালিয়ে যেতে থাকেন তিনি। এ সময় ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত হৃদয় হোসেন ও তার বাবা হাবিবুর রহমান বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, রোববার দুপুরে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!