1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রস্তুতি নিন, ডিসেম্বরজুড়ে মাঠে থাকতে হবে : কাদের

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ , ৫.৪৮ অপরাহ্ণ
  • ৪৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

ডিসেম্বরজুড়ে মাঠে থাকতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন।

কাদের বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে থাকতে হবে। এগুলো যাদের সৃষ্টি তাদের বিরুদ্ধে বিজয়ের মাসে (ডিসেম্বর) খেলা হবে, সেজন্য নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

এ সময় বিএনপি জোটের সঙ্গে আন্দোলনে একাত্মতা ঘোষণা করা বাম দলগুলোর সমালোচনা করে কাদের বলেন, ছাগল তো নাচে, সঙ্গে ছাগলের ৩ নম্বর বাচ্চাও নাচে।

তিনি বলেন, এরা বাম রাজনীতি করে, আদর্শ ও খেটে খাওয়া মানুষের কথা বলে। অথচ এরা আবার হাওয়া ভবনের যুবরাজের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চায়।

বরগুনার নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটি করার সময় দেখে দেখে নিজেদের লোক পকেটে ঢুকাবেন না। যারা যোগ্য, ত্যাগী, দুঃসময়ে পার্টিতে আছে তাদের গুরুত্ব দেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!