1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন

পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

ঝিনাইদহ প্রতিনিধি,হান্ডিয়াল নিউজঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ , ৪.৪৫ অপরাহ্ণ
  • ৬১ বার পড়া হয়েছে
ফাইল ছবি

ঝিনাইদহ সদরের কুশাবাড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে কাফিন মুন্সি (৮) ও সাফিন মুন্সি (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাফিন মুন্সি ও সাফিন মুন্সি ওই গ্রামের শিপন মুন্সির ছেলে। কাফিন স্থানীয় কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে ফিরে বড় ভাই কাফিন তার ছোট ভাই সাফিনকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে তাদের সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!