1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

নারীর রেখে যাওয়া স্যুটকেস খুলে হতবাক বাসস্ট্যান্ডের সবাই

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ , ৭.৪৩ অপরাহ্ণ
  • ৬৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে রেখে যাওয়া এক নারীর স্যুটকেস খুলতেই হতবাক হয়ে গেল উপস্থিত সবাই। এর ভেতরে ছিল মধ্যবয়সী এক পুরুষের লাশ।

শনিবার (২৭ জানুয়ারি) গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ৪৫ বছর বয়সী হবেন তিনি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে একটি মাহেন্দ্র করে বোরকা পরিহিত এক নারী আসেন। তিনি স্যুটকেসটি ৪-৫ জন লোকের সহায়তায় মাহিন্দ্র থেকে নামান। পরে সেটি বাস কাউন্টারের সামনে রেখে ঢাকাগামী একটি বাসে উঠে চলে যান। পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্যুটকেস খুলে লাশ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ শামীম বলেন, লাশের পরিচয় এখনও জানা যায়নি। তবে আমরা ময়নাতদন্ত করে এবং খোঁজখবর নিয়ে হত্যার রহস্য জানার চেষ্টা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।