ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

নন ক্যাডারের তালিকা বাতিলে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

বিসিএসের নন ক্যাডারের ফলাফল বাতিল চেয়েছে ৫০০ শিক্ষার্থী। এরা সবাই বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ তিন জনকে রেজিস্টার্ড ডাকে এ নিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এই নোটিশ পাঠায়। তিনি ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ ৫০০ জনের পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন।

 

নোটিশে ফলাফল বাতিলের পাশাপাশি ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

নোটিশে আরও বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বরে প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার পরে ওই বিসিএসে সর্বমোট ৯৮৪১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২১৬৩ জনকে এবং একইসঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন ননক্যাডার পদে সুপারিশ করা হয়। অথচ নন ক্যাডার মেধাতালিকা প্রকাশ করা হয়নি। যেটি নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ এর সংশোধিত ‘বিধিমালা ২০১৪ এর পরিপন্থী।

আইনজীবী ব্যারিস্টার মোহম্মদ হুমায়ন কবির পল্লবের আশা আগামী ৩ কার্যদিবসের মধ্যেই ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করবেন। পাশাপাশি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখবেন। তা না হলে ন্যায়বিচার চেয়ে আদালতে আবেদন করা হবে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নন ক্যাডারের তালিকা বাতিলে আইনি নোটিশ

আপলোড সময় : ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

বিসিএসের নন ক্যাডারের ফলাফল বাতিল চেয়েছে ৫০০ শিক্ষার্থী। এরা সবাই বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী। বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ তিন জনকে রেজিস্টার্ড ডাকে এ নিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এই নোটিশ পাঠায়। তিনি ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ ৫০০ জনের পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন।

 

নোটিশে ফলাফল বাতিলের পাশাপাশি ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

নোটিশে আরও বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বরে প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার পরে ওই বিসিএসে সর্বমোট ৯৮৪১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২১৬৩ জনকে এবং একইসঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন ননক্যাডার পদে সুপারিশ করা হয়। অথচ নন ক্যাডার মেধাতালিকা প্রকাশ করা হয়নি। যেটি নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ এর সংশোধিত ‘বিধিমালা ২০১৪ এর পরিপন্থী।

আইনজীবী ব্যারিস্টার মোহম্মদ হুমায়ন কবির পল্লবের আশা আগামী ৩ কার্যদিবসের মধ্যেই ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করবেন। পাশাপাশি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের সুপারিশ অব্যাহত রাখবেন। তা না হলে ন্যায়বিচার চেয়ে আদালতে আবেদন করা হবে।