ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

ঢাকার ধামরাইয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

 

শনিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে উপজেলার ঢাকা-টাঙাইল বাইপাস সড়কের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম জাফর হোসেন (৫৫)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের গুতুইল এলাকার আব্দুল গফুরের ছেলে।

 

আহতরা হলেন- হাবিবুর রহমান (৩৬), আমীর হোসেন (২৫) ও জাহিদ হোসেন (২৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এর মধ্যে আহত হাবিবুর রহমান এনাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ধামরাইয়ের আমতলা এলাকা থেকে সিএনজিতে করে অন্তত ৪ জন যাত্রী নিয়ে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক পার্শ্ববর্তী ইটভাটায় প্রবেশ করছিল। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এছাড়া সিএনজিতে অন্তত চারজন যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

 

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ জানান, দুর্ঘটনায় আহত তিনজন রোগী হাসপাতালে যায়। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। অপর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান হতাহতের খবরটি নিশ্চিত করেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

আপলোড সময় : ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ঢাকার ধামরাইয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

 

শনিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে উপজেলার ঢাকা-টাঙাইল বাইপাস সড়কের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম জাফর হোসেন (৫৫)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের গুতুইল এলাকার আব্দুল গফুরের ছেলে।

 

আহতরা হলেন- হাবিবুর রহমান (৩৬), আমীর হোসেন (২৫) ও জাহিদ হোসেন (২৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এর মধ্যে আহত হাবিবুর রহমান এনাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ধামরাইয়ের আমতলা এলাকা থেকে সিএনজিতে করে অন্তত ৪ জন যাত্রী নিয়ে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক পার্শ্ববর্তী ইটভাটায় প্রবেশ করছিল। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এছাড়া সিএনজিতে অন্তত চারজন যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

 

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ জানান, দুর্ঘটনায় আহত তিনজন রোগী হাসপাতালে যায়। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। অপর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান হতাহতের খবরটি নিশ্চিত করেন।