1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন

দুই ভাইয়ের মারামারির ঘটনায় নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ , ১.১১ অপরাহ্ণ
  • ৫৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বসতঘর নির্মাণের জের ধরে দুই ভাইয়ের মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শ্রীপুর গ্রামের তাহের আলীর ছেলে শাহ জামাল।

স্থানীয়রা জানান, তাহের আলী দুই স্ত্রীর ছয় ছেলে রেখে ১৫ বছর আগে মারা যান। এরপর থেকে তার ছেলেরা প্রায়ই জমি নিয়ে ঝগড়াবিবাদ করে আসছেন। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় পক্ষের সন্তান শাহ জামাল বসতঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ভাইদের সঙ্গে ঝামেলা হয়। এক পর্যায়ে তার আপন ভাই শাহজাহান, নুরুল হক ও শাহ আলম তাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয়েছেন দুজন।

তাহিরপুর থানার অফিসার মো. সৈয়দ ইফতেখার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!