দিনাজপুরে যৌথ বাহিনী অভিযানে পিস্তল ও এক রাউন্ড গুলি সহ সাদিকুল ইসলাম নামক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদিকুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার শংকরপুর সোনাহার পাড়ার ডাকাত সরদার আলাউদ্দিন আলার ছেলে।
ওসি মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর তানভীর আহমেদ ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে শয়ন কক্ষ থেকে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ডাকাত সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিস্তল ও গুলির নিজের বলে দাবি করেছেন।
ওসি আরও জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে। আটক সাদেকুর রহমানের পূর্বে একটি ডাকাতি ও দুইটি মাদক মামলা আদালতে চলমান রয়েছে।