1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ , ১.১৬ অপরাহ্ণ
  • ৪৯ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মো. আজিম হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। এ সময় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের বাবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম বন্ধুদের সঙ্গে বিকেলে দুটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। সেখান থেকে আসার পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক আজিমের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও চালককে আটক করা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!