ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

জ্বর ও মাথাব্যাথায় মুক্তি পেতে পড়বেন যে দোয়া

  • হান্ডিয়াল নিউজ
  • আপলোড সময় : ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে।

ছবি : সংগৃহীত

মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি। এর সঙ্গে অনেকেরই মাথা ব্যাথার প্রবণতা দেখা যায়। মাথা ব্যাথা ও জ্বরে আক্রমণ থেকে দ্রুতই নিরাময়ের চেষ্টা করে আক্রান্ত ব্যক্তি। কেননা জ্বর ও মাথাব্যথার কারণে কোনো মানুষই স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে না। তাই জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত ব্যক্তি চিকিৎসা গ্রহণের পাশাপাশি দ্রুত তা থেকে সুস্থ হতে চেষ্টা করেন।

মাথাব্যথা ও জ্বর যত বেশি তীব্র হবে, আপনার মস্তিষ্ক তত বেশি দুর্বল হতে শুরু করবে। সাধারণত অফিসে যাওয়া মানুষ এবং গৃহিণীদের ক্ষেত্রে মাথাব্যথা খুব ঘন ঘন হয়।

 

জ্বর ও মাথা ব্যাথা নিরাময়ে রয়েছে কুরআন-সুন্নাহয় ঘোষিত দোয়া ও আমল। মাথাব্যথা এবং জ্বরের জন্য কোরআনে যেই দোয়া উল্লেখ রয়েছে, তা পাঠ করলে আপনি তাৎক্ষণিক প্রশান্তি অনুভব করবেন এবং মাথাব্যথা ও জ্বর নিরাময়ে এটি দ্রুত কাজ করে।

 

দ্রুত মাথাব্যথা থেকে মুক্তি পেতে এ দোয়া পড়া-لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

 

উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। অর্থ: যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। (সুরা ওয়াক্বিয়া : আয়াত ১৯)

 

জ্বর মাথাব্যথার মতোই আরেকটি ব্যাধি, যা বেড়ে গেলে একজন ব্যক্তির পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।

 

নিজের বা অন্য কারও জ্বর হলে এ দোয়া পড়বেন।

 

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

 

‘বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আর ওয়া মিন শাররি হাররিন নার।’

 

অর্থ: মহান আল্লাহর নামে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবাহমান রগ থেকে এবং জাহান্নামের আগুনের অনিষ্ট থেকে।’ (নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

 

এগুলো তাৎক্ষণিকভাবে মাথা ব্যাথা ও জ্বর নিরাময়ের জন্য উপযুক্ত দোয়া। অবশ্যই রোগ থেকে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনা ও চিকিৎসা গ্রহণ করা যেমন জরুরি। তেমনি কুরআন-হাদিসে তা থেকে মুক্ত হওয়ার দোয়াও রয়েছে।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জ্বর ও মাথাব্যাথায় মুক্তি পেতে পড়বেন যে দোয়া

আপলোড সময় : ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি। এর সঙ্গে অনেকেরই মাথা ব্যাথার প্রবণতা দেখা যায়। মাথা ব্যাথা ও জ্বরে আক্রমণ থেকে দ্রুতই নিরাময়ের চেষ্টা করে আক্রান্ত ব্যক্তি। কেননা জ্বর ও মাথাব্যথার কারণে কোনো মানুষই স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে না। তাই জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত ব্যক্তি চিকিৎসা গ্রহণের পাশাপাশি দ্রুত তা থেকে সুস্থ হতে চেষ্টা করেন।

মাথাব্যথা ও জ্বর যত বেশি তীব্র হবে, আপনার মস্তিষ্ক তত বেশি দুর্বল হতে শুরু করবে। সাধারণত অফিসে যাওয়া মানুষ এবং গৃহিণীদের ক্ষেত্রে মাথাব্যথা খুব ঘন ঘন হয়।

 

জ্বর ও মাথা ব্যাথা নিরাময়ে রয়েছে কুরআন-সুন্নাহয় ঘোষিত দোয়া ও আমল। মাথাব্যথা এবং জ্বরের জন্য কোরআনে যেই দোয়া উল্লেখ রয়েছে, তা পাঠ করলে আপনি তাৎক্ষণিক প্রশান্তি অনুভব করবেন এবং মাথাব্যথা ও জ্বর নিরাময়ে এটি দ্রুত কাজ করে।

 

দ্রুত মাথাব্যথা থেকে মুক্তি পেতে এ দোয়া পড়া-لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

 

উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। অর্থ: যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। (সুরা ওয়াক্বিয়া : আয়াত ১৯)

 

জ্বর মাথাব্যথার মতোই আরেকটি ব্যাধি, যা বেড়ে গেলে একজন ব্যক্তির পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।

 

নিজের বা অন্য কারও জ্বর হলে এ দোয়া পড়বেন।

 

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

 

‘বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আর ওয়া মিন শাররি হাররিন নার।’

 

অর্থ: মহান আল্লাহর নামে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবাহমান রগ থেকে এবং জাহান্নামের আগুনের অনিষ্ট থেকে।’ (নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

 

এগুলো তাৎক্ষণিকভাবে মাথা ব্যাথা ও জ্বর নিরাময়ের জন্য উপযুক্ত দোয়া। অবশ্যই রোগ থেকে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনা ও চিকিৎসা গ্রহণ করা যেমন জরুরি। তেমনি কুরআন-হাদিসে তা থেকে মুক্ত হওয়ার দোয়াও রয়েছে।