1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন

জামায়েতের গোপন বৈঠক থেকে ২৩ নেতা কর্মী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ , ৬.২৫ অপরাহ্ণ
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়।

জানা গেছে, মহিষাডাঙ্গা গ্রামের জামায়াত নেতা আহসানুল মল্লিকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুটখালি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল মোমিনসহ একদল নেতাকর্মী।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলসহ বেশকিছু ইটপাটকেল ও কয়েকটি মোবাইল জব্দ করে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!