1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ , ১.০৫ অপরাহ্ণ
  • ৫৩ বার পড়া হয়েছে
শ্রীপুরে দুই ভাইয়ের মৃত্যু

মুন্সিগঞ্জ থেকে গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (৫ জানুয়ারি) শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন (৬৫) ও তার বড় ভাই জামাল শেখ (৭০) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। এদের মধ্যে জামাল গাজীপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্সের ব্যবসা এবং জামাল পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

এলাকাবাসী ও নিহতদের স্বজনরা জানান, দীর্ঘ দিন ধরে গাজীপুরে শ্রীপুরে থেকে স্থানীয় মাওনা চৌরাস্তা এলাকায় ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন জালাল। তিনি বুধবার রাতে মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বৃহষ্পতিবার মুন্সীগঞ্জের গ্রামের বাড়ি থেকে গাজীপুরে ছুটে আসেন বড় ভাই জামাল শেখ। সকাল সাড়ে ১০টার দিকে ছোট ভাইয়ের বাসায় পৌছেন তিনি। পরে শেষবারের মতো তিনি ছোট ভাইয়ের মুখ দেখা মাত্রই ঢলে মাটিতে পড়েন বড় ভাই জামাল।
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ভাই মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!