পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বালুচর মাঠের মুক্ত মঞ্চে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো.জিয়ারুল হক সিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখারআমির মওলানা মোঃ আব্দুল হামিদ, জামায়াতে ইসলামী চাটমোহর পৌর শাখার সভাপতি মোঃ সোলাইমান হোসেন প্রমূখ।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে ছিলো বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন,অডিট রিপোর্ট উপস্থাপন,গত সভার সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন ও সদস্যদের প্রশ্নোত্তর পর্ব। এদিকে দ্বিতীয় দিনে আজ রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সংবর্ধনা প্রদান করা হবে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।