পাবনার চাটমোহর উপজেলা স্কাউটের ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে সভাপতি (পদাধিকার বলে) ও বরদানগর আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাইদুল ইসলামকে সম্পাদক,মোহাম্দ আলী জিন্নাহকে কোষাধ্যক্ষ ও রবিউল করিমকে কমিশনার করে বাংলাদেশ স্কাউট চাটমোহর উপজেলা স্কাউটের ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,বাংলাদেশ স্কাউট রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-কমিশনার মির্জা আলী নাসের,পাবনা জেলা লিডার আরিফুল হায়দার,সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোলায়মান হোসেন,উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,মাদ্রাসার অধ্যক্ষ আঃ সামাদ আজাদী,প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র,সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ,নুরুজ্জামান আলো,সবুজ হোসেন,উপজেলা কমিশনার রবিউল করিম প্রমুখ।