1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন

চাটমোহরে পাউবো’র ক্যানেলের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩ , ৬.৫২ অপরাহ্ণ
  • ৬৪ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

পাবনার চাটমোহরে পাইন উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্যানেলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হলো ওই গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) ও শাহ আলমের নাতি হৃদয় হোসেনের ছেলে রিয়াদ হোসেন (৫)। সম্পর্কে দু’জন আপন মামা-ভাগ্নে।
এলাকাবাসী বলেন,বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসরত শাহ আলমের ছেলে নাহিদ ও নাতি রিয়াদ খেলতে গিয়ে সবার অগোচরে বাঁধের পাশে ক্যানেলের পানিতে পড়ে যায়। খোঁখুজির এক পর্যায়ে তাদেরকে ক্যানেলের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন জানান,বাড়িতে থাকা লোকজন কাজে ব্যস্ত ছিল। প্রতিদিনের ন্যায় ছেলে ২টি খেলছিল। হঠাৎ ক্যানেলের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজি করে ক্যানেলের পইন তাদের উদ্ধার করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন ও গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!