পাবনার চাটমোহরে সরকারিভাবে ওএমএস কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) থেকে চাটমোহর পৌরসভার নতুন বাজার ও পুরাতন বাজারের দু’জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হয়। পুরাতন বাজারের ডিলার তরুন কুমার পাণ ও নতুন বাজারের ডিলার মুক্তার হোসেন শামসু ছুটির দিন ব্যতীত প্রতিদিন ১ মে,টন করে চাল দরিদ্রদের মাঝে ৩০ টাকা কেজি দরে বিক্রি করবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ জানান,একজন ডিলার প্রতিদিন ১ মে,টন করে চাল খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি করবেন। একজন ভোক্তা ৫ কেজি করে চাল কিনতে পারবেন।