পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদি গুনাইগাছা গ্রামের রবিউল করিম। মামলায় গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামবর্তমান চেয়ারম্যান রজব আলী বাবলুসহ ১১জনকে নামীয়সহ অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা নং ৬,তাং ১০.০১.২০২৫ ইং।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গুনাইগাছা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ককটেল ককটেল বিস্ফরণের ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একটি ককটেল উদ্ধার করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১টি ককটেল উদ্ধার করা হয়েছেেএ বিষয়ে থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য,গত ৫ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী বাজারেও অনুরুপ ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সে ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান বাদী হয়ে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইনসহ ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।