1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ , ১১.০৭ অপরাহ্ণ
  • ১০২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

চাঁদপুরে ৫৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকবিরোধী টাস্কফোর্স।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন নওগাঁ জেলার লতিফপুর গ্রামের মো. সাগর আলী (২৬), একই জেলার বিলরৌপুর গ্রামের সাগর (২০), সাতক্ষীরা জেলার খানাইদিয়া গ্রামের রসুল মোড়ল (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার রসুলপুর গ্রামের মো. আনারুল হক (৩০)।

 

জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃ‌ত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্টগার্ড সমন্ব‌য়ে গ‌ঠিত টাস্কফোর্স টিম সদর উপজেলার হরিনাঘাট চৌরাস্তা মাঠের সামনে মাদক‌বি‌রোধী টাস্কফোর্স অভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা (তিনটি সিনথেটিক বস্তায় রক্ষিত), একটি মিনি পিকআপভ্যান গাড়ি, চারটি মোবাইলফোনসহ হাতেনাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।