ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

চলনবিলের বিভিন্ন মাঠে হলুদ সরর্ষে ফুল

  • হান্ডিয়াল নিউজ
  • আপলোড সময় : ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে।

ফাইল ছবি

চলনবিল অঞ্চলে এ বছরও রবি শস্য সরিষার ব্যাপক আবাদ হয়েছে। ইতিমধ্যেই চলনবিলের বিভিন্ন মাঠে হলুদ সর্ষে ফুলে ভরে উঠেছে। জানাগেছে, চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর, উল¬াপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নওগাঁর আত্রাই উপজেলায় বিগত ৭—৮ বছর ধরে রেকর্ড পরিমাণ রবি শস্য সরিষার আবাদ হয়ে থাকে।
কৃষি অধিদপ্তরেরর প্রাপ্ত তথ্য মতে , চলনবিলের ৯টি উপজেলায় এ বছর প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, বিলের নিচু জমিতে বন্যার পানি দু্রত নেমে যাওয়ায় এ বছর কৃষক আগাম সরিষা চাষে মনোযোগী হয়।
ফলে প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে আগাম জাতের সরিষার আবাদ করা হয়েছে। এরই মধ্যে বিলের বিভিন্ন বিস্তীর্ন মাঠে সতেজ সরিষা গাছে হলদে ফুলে ভরে উঠছে। বিল ঘুরে দেখা গেছে, আগাম জাতের প্রায় সকল সরষে গাছে ফুল এসেছে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে এবং চলনবিলের মাঠ অপরুপ সাজে সেজে উঠেছে।
স্থানীয় কৃষকরা জানান , চলনবিলে বিগত বছর গুলোতে সরিষার বাম্পার ফলন হয়েছে। অল্প সময়ে এবং স্বল্প খরচে সরিষার আবাদ লাভ জনক হওয়ায় কৃষক এ বছর ব্যাপক আকারে সরিষা চাষ করেছে। বর্তমানে চলনবিলের নয় উপজেলার মাঠে যে পরিমান সরিষা আছে প্রাকৃতিক কোন দুযোর্গ নাহলে ভাল ফলন পাবার আশা করছেন সরিষা চাষী কৃষক।
চলনবিলের বিস্তীর্ন মাঠে ইতিমধ্যে হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে এবং সে সকল জমিতে সরিষার বাম্পার ফলন হবে এমন স্বপ্ন চলনবিলের কৃষক দেখছেন।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চলনবিলের বিভিন্ন মাঠে হলুদ সরর্ষে ফুল

আপলোড সময় : ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

চলনবিল অঞ্চলে এ বছরও রবি শস্য সরিষার ব্যাপক আবাদ হয়েছে। ইতিমধ্যেই চলনবিলের বিভিন্ন মাঠে হলুদ সর্ষে ফুলে ভরে উঠেছে। জানাগেছে, চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর, উল¬াপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নওগাঁর আত্রাই উপজেলায় বিগত ৭—৮ বছর ধরে রেকর্ড পরিমাণ রবি শস্য সরিষার আবাদ হয়ে থাকে।
কৃষি অধিদপ্তরেরর প্রাপ্ত তথ্য মতে , চলনবিলের ৯টি উপজেলায় এ বছর প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, বিলের নিচু জমিতে বন্যার পানি দু্রত নেমে যাওয়ায় এ বছর কৃষক আগাম সরিষা চাষে মনোযোগী হয়।
ফলে প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে আগাম জাতের সরিষার আবাদ করা হয়েছে। এরই মধ্যে বিলের বিভিন্ন বিস্তীর্ন মাঠে সতেজ সরিষা গাছে হলদে ফুলে ভরে উঠছে। বিল ঘুরে দেখা গেছে, আগাম জাতের প্রায় সকল সরষে গাছে ফুল এসেছে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে এবং চলনবিলের মাঠ অপরুপ সাজে সেজে উঠেছে।
স্থানীয় কৃষকরা জানান , চলনবিলে বিগত বছর গুলোতে সরিষার বাম্পার ফলন হয়েছে। অল্প সময়ে এবং স্বল্প খরচে সরিষার আবাদ লাভ জনক হওয়ায় কৃষক এ বছর ব্যাপক আকারে সরিষা চাষ করেছে। বর্তমানে চলনবিলের নয় উপজেলার মাঠে যে পরিমান সরিষা আছে প্রাকৃতিক কোন দুযোর্গ নাহলে ভাল ফলন পাবার আশা করছেন সরিষা চাষী কৃষক।
চলনবিলের বিস্তীর্ন মাঠে ইতিমধ্যে হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে এবং সে সকল জমিতে সরিষার বাম্পার ফলন হবে এমন স্বপ্ন চলনবিলের কৃষক দেখছেন।