
বগুড়ার ধুনটে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হায়দার আলী (৬৫) উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের হাতেম আলীর ছেলে।
নিহতের ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা হায়দার আলী সোমবার দুপুর ১২টার দিকে যমুনা নদীর শিমুলবাড়ি ঘাট এলাকায় গোসল করতে নামেন। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর যমুনা নদীর তীরে গিয়ে দেখা যায়, তার পরনের কাপড় চোপড় নদীর ঘাটে পড়ে আছে।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই ঘাট এলাকায় নদীর পানিতে নেমে অনুসন্ধানের একপর্যায়ে ভাসমান অবস্থায় হায়দার আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’
বগুড়া প্রতিনিধি 








