ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
হান্ডিয়াল নিউজ২৪ ডটকম এ জরুরি  সংবাদকর্মী আবশ্যক। আবেদন করুন- ই-মেইলে onlynews.calo@gmail.com

কোকাকোলা নষ্ট করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ

সাতক্ষীরায় কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন, বয়কট বয়কট, ইসরায়েল বয়কট, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইত্যাদি স্লোগান দেন।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, হাদী। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, আমেরিকা মানুষের অধিকারের কথা বলে। কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে কিছু বলে না। তারা শুধু মুখেই মানবাধিকারের কথা বলে। আমরা এ গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্ছিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পণ্য বয়কট করতে হবে। সব ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কোকাকোলা নষ্ট করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ

আপলোড সময় : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন, বয়কট বয়কট, ইসরায়েল বয়কট, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইত্যাদি স্লোগান দেন।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, হাদী। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, আমেরিকা মানুষের অধিকারের কথা বলে। কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে কিছু বলে না। তারা শুধু মুখেই মানবাধিকারের কথা বলে। আমরা এ গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্ছিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পণ্য বয়কট করতে হবে। সব ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।