পাবনার চাটমোহরে খোলা বাজারে চাউল কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দরিদ্র ও দিনমজুর শ্রেণীর মানুষ। দুপুরের আগেই ডিলারের দোকানে চাউল শেষ হয়ে যাচ্ছে। অনেকেই চাউল না পেয়ে ফিরে যাচ্ছেন। চাউল নিতে ভোর থেকেই ডিলারের দোকানে সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোক্তারা।
জানা গেছে,চাটমোহর পৌরসভার নতুন বাজার ও পুরাতন বাজারে দুইজন ডিলারের মাধ্যমে খাদ্য অধিদপ্তর প্রতিদিন ৩০ টাকা কেজি দরে ২ মে.টন চাউল বিক্রি করছেন। একজন ক্রেতা ৫ কেজি করে চাউল নিতে পারছেন।
চাটমোহর পুরাতন বাজারের ডিলার তরুন পাল জানালেন,সকাল ৯টায় চাল বিক্রি শুরু করা হয়। দুপুর ১২টার মধ্যেই সব চাউল বিক্রি হয়। প্রতিদিন ২০০ জনকে চাউল দেওয়া যায়। অনেকেই চাউল না পেয়ে ফিরে যান। তাদেরকে পরের দিন আসতে বলা হয়। সপ্তাহে ৫দিন এই চাউল বিক্রি করা হচ্ছে।
চাউল নিতে আসা অনেকেই বললেন,লাইন ধর্ওে চাউল পাওয়া যাচ্ছেনা। আরো বেশি বরাদ্দ দিলে অনেকেই চাউল কিনতে পারতো।