ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশঃ
জরুরি সংবাদকর্মী আবশ্যক। সবাইকে হান্ডিয়াল নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

এ কেমন শত্রুতা ,মাছের সঙ্গে

পাবনার সাঁথিয়ায় সরকারি ইজারাকৃত সোনাই বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের শত শত মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার গৌরিগ্রাম ও নন্দনপুর ইউনিয়নের সোনাই বিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

 

অভিযোগে জানা গেছে, সাঁথিয়া উপজেলায় প্রায় ৭৫ একর জমি নিয়ে সরকারি একটি বিল কল্যাণপুর মৎস্যজীবী সমবায় সমিতি সরকারকে প্রায় ২০ লাখ টাকা দিয়ে ইজারা নেয়। তারা ওই বিল এলাকার বেকার যুবকদের নিয়ে বিলুপ্ত প্রায় দেশীয় মাছ উৎপাদনে ও রক্ষাণাবেক্ষণে অংশ নেয়। দীর্ঘদিন সেখানে তারা লাখ লাখ টাকা বিনিয়োগ করে পোনা উৎপাদনসহ নানা প্রজাতির মাছ ছাড়ে ওই বিলে।

 

শনিবার দিবাগত গভীর রাতে দুষ্কৃতিকারীরা বিলে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে সমস্ত মাছ মেরে ফেলে। বিষ প্রয়োগের ফলে বিলের শৌল, টাকি, জিয়েল, বাইম, নয়না, রুই, কাতল, জাপানি রুইসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে ভেসে উঠেছে। আবার কিছু মাছ মরে পঁচে ডুবে রয়েছে।

 

সরজমিন সোনাই বিলে গিয়ে দেখা যায়, বিলের পাড়ে গ্যাসট্যাবলেট পড়ে রয়েছে। মাছ মরে সব ভেসে উঠেছে। স্থানীয়রা ওই পানি থেকে পঁচা মরা মাছ মেরে নিয়ে যাচ্ছে।

 

এ সময় বিলের মৎস্য উৎপাদনকারী ও ইজারাদার কল্যাণপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আক্কাস আলীসহ এলাকার যুবক সাইফুল, রিপন, আসাদুল, আলিমরা জানান, আমরা এলাকার কয়েকজন বেকার যুবক একসঙ্গে হয়ে দেশীয় মাছ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের জন্য কয়েক লাখ টাকা বিনিয়োগ করেছি। যখন ঠিক মাছটা মারবো, বিক্রি করবো ঠিক সেই মুহূর্তে দুষ্কৃতকারীরা আমাদের এতবড় ক্ষতিটা করলো। এটা শুধু আমাদের ক্ষতিই নয় এরা দেশেরও ক্ষতি করলো।

 

তারা বলেন, ৫ আগস্টের আগে যারা ওই বিল জোর করে ভোগ দখল করে খেত তারা আমাদের এই সর্বনাশ করেছে বলে ধারণা।

 

সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের নিকট আমাদের দাবি বিষয়টা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজ ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এ কেমন শত্রুতা ,মাছের সঙ্গে

আপলোড সময় : ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

পাবনার সাঁথিয়ায় সরকারি ইজারাকৃত সোনাই বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের শত শত মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার গৌরিগ্রাম ও নন্দনপুর ইউনিয়নের সোনাই বিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।

 

অভিযোগে জানা গেছে, সাঁথিয়া উপজেলায় প্রায় ৭৫ একর জমি নিয়ে সরকারি একটি বিল কল্যাণপুর মৎস্যজীবী সমবায় সমিতি সরকারকে প্রায় ২০ লাখ টাকা দিয়ে ইজারা নেয়। তারা ওই বিল এলাকার বেকার যুবকদের নিয়ে বিলুপ্ত প্রায় দেশীয় মাছ উৎপাদনে ও রক্ষাণাবেক্ষণে অংশ নেয়। দীর্ঘদিন সেখানে তারা লাখ লাখ টাকা বিনিয়োগ করে পোনা উৎপাদনসহ নানা প্রজাতির মাছ ছাড়ে ওই বিলে।

 

শনিবার দিবাগত গভীর রাতে দুষ্কৃতিকারীরা বিলে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে সমস্ত মাছ মেরে ফেলে। বিষ প্রয়োগের ফলে বিলের শৌল, টাকি, জিয়েল, বাইম, নয়না, রুই, কাতল, জাপানি রুইসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে ভেসে উঠেছে। আবার কিছু মাছ মরে পঁচে ডুবে রয়েছে।

 

সরজমিন সোনাই বিলে গিয়ে দেখা যায়, বিলের পাড়ে গ্যাসট্যাবলেট পড়ে রয়েছে। মাছ মরে সব ভেসে উঠেছে। স্থানীয়রা ওই পানি থেকে পঁচা মরা মাছ মেরে নিয়ে যাচ্ছে।

 

এ সময় বিলের মৎস্য উৎপাদনকারী ও ইজারাদার কল্যাণপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আক্কাস আলীসহ এলাকার যুবক সাইফুল, রিপন, আসাদুল, আলিমরা জানান, আমরা এলাকার কয়েকজন বেকার যুবক একসঙ্গে হয়ে দেশীয় মাছ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের জন্য কয়েক লাখ টাকা বিনিয়োগ করেছি। যখন ঠিক মাছটা মারবো, বিক্রি করবো ঠিক সেই মুহূর্তে দুষ্কৃতকারীরা আমাদের এতবড় ক্ষতিটা করলো। এটা শুধু আমাদের ক্ষতিই নয় এরা দেশেরও ক্ষতি করলো।

 

তারা বলেন, ৫ আগস্টের আগে যারা ওই বিল জোর করে ভোগ দখল করে খেত তারা আমাদের এই সর্বনাশ করেছে বলে ধারণা।

 

সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের নিকট আমাদের দাবি বিষয়টা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।