1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন

এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ , ৫.৫৭ অপরাহ্ণ
  • ১০১ বার পড়া হয়েছে
হাইফাইল

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর গত কয়েক দিনে বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের কাছে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে পারাপারুমুরতে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি এমন সময় আঘাত হানল যখন দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধস এবং অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, সিকিম, আসাম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!