1. [email protected] : admin :
  2. [email protected] : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পূর্বাহ্ন

ঈদে ট্রেনের টিকিট বিক্রি অনলাইনে

হান্ডিয়াল নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩ , ৬.৪৯ অপরাহ্ণ
  • ৫৬ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম সব টিকিট শুধু অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২২ মার্চ) দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ সময় মন্ত্রী বলেন, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

তিনি আরও বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

রেলমন্ত্রী বলেন, যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এবার যদি কোনো ভুল-ত্রুটি হয় তবে সেটি— আগামী কোরবানি ঈদে সংশোধন করা হবে। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি-জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, এ ছাড়া বিশেষ ব্যবস্থাপনায় ঈদের অগ্রিম ও ফেরত টিকিট বিক্রি করা হবে। এ ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

মন্ত্রী বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।

উল্লেখ্য, সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে-অফ ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রত্যাহার করা হবে। ঈদের পর পুনরায় সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২২-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!