
ঈদুল ফিতর মুসলমানদের জন্য এক আনন্দঘন উৎসব, যা সিয়াম সাধনার এক মাস পর আসে। এই দিনে সবাই সমানভাবে আনন্দ করবে, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু বাস্তবতায় দেখা যায়, সমাজে অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেকেই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাই আমাদের উচিত ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, তা নিশ্চিত করা।
ইসলামে জাকাত ও ফিতরা প্রদানের মূল উদ্দেশ্যই হলো দরিদ্রদের ঈদের আনন্দে শরিক করা। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি নিজে খেয়ে তার প্রতিবেশীকে অভুক্ত রাখে, সে প্রকৃত মুসলমান নয়।” তাই ঈদের সময় আমাদের দায়িত্ব হলো আশপাশের অভাবী মানুষদের পাশে দাঁড়ানো।
ধনী ব্যক্তিদের উচিত ঈদের আনন্দ ভাগ করে নেওয়া, যাতে কেউ ক্ষুধার্ত না থাকে, নতুন পোশাকের অভাবে ঈদ উদযাপন থেকে বঞ্চিত না হয়। সমাজের বিত্তবানরা যদি তাদের সম্পদের একটি অংশ অসহায়দের মধ্যে বিতরণ করে, তাহলে ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে।
একটি সুখী সমাজ গঠনের জন্য দরকার সাম্য ও ভ্রাতৃত্ববোধ। ঈদুল ফিতর শুধু ব্যক্তিগত আনন্দের উৎসব নয়, এটি সামগ্রিকভাবে সমাজের প্রতিটি মানুষের জন্য। তাই আসুন, আমরা ঈদুল ফিতরের শিক্ষা বাস্তবায়ন করি—ধনী-গরিব সবাই একসঙ্গে ঈদ করি।