1. admin@handiyalnews24.com : admin :
  2. tenfapagci1983@coffeejeans.com.ua : cherielkp04817 :
  3. ivan.ivanovnewwww@gmail.com : leftkisslejour :
   
চাটমোহর,পাবনা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন বানার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ , ৫.০১ অপরাহ্ণ
  • ১৭৪ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট। প্রায় চার দশকের চেষ্টায় বিলাসবহুল পণ্য বিক্রেতা ৭৩ বছর বয়সী এ ফরাসি ব্যবসায়ী নিজেকে শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। তার তুলনায় ৭২ বছর বয়সী আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, ১০ কোটি ডলার বেশি।

চলতি বছর ইলন মাস্কের মালিকানাধীন ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে। যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে। যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও মাস্কের নাম এ তালিকার দ্বিতীয় স্থানে নেমেছিল।

বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ছিনিয়ে নেওয়া বানার্ড আর্নল্ট ব্যবসায়িক গ্রুপ ‘মোয়েত হেনেসি-লুই ভুটন’ বা এলভিএমএইচের প্রধান নির্বাহী। ফ্যাশন, জুয়েলারি, অ্যালকোহলের বাজারে বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মালিক এলভিএমএইচ। এগুলোর মধ্যে রয়েছে লুই ভুটন, ট্যাগ হিউর, সেফোরা, ডম পেরিগনন, ক্রিশ্চিয়ান ডিওর, ফেন্ডি, গিভেঞ্চি, মার্ক জ্যাকবস, স্টেলা ম্যাককার্টনি, লোওয়ে, লোরো পিয়ানা, কেনজো, সেলিন, সেফোরা, প্রিন্সেস ইয়টস, বুলগারি, টিফানি অ্যান্ড কোং প্রভৃতি।

এই সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।